ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে মামলা প্রত্যাহার দাবিতে জেলেদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রাজাপুরে মামলা প্রত্যাহার দাবিতে জেলেদের মানববন্ধন মামলা প্রত্যাহার দাবিতে জেলেদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের অর্ধশতাধিক জেলের বিরুদ্ধে নৌ পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে বড়ইয়া ইউনিয়নের পালট কাচারিবাড়ি বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বড়ইয়া ইউনিয়ন জেলে সমিতির সভাপতি জহিরুল হক খলিফা, যুবলীগ নেতা খায়রুল আলম মতিন, পুলিশের নির্যাতনের শিকার নুরি বেগম, হেলেনা বেগম প্রমুখ।

গত ১৫ নভেম্বর সকালে জেলে ও নৌ-পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশসহ বেশ কয়েকজন জেলে ও তাদের পরিবারের সদস্যরা আহত হয়।

এ ঘটনায় বাকেরগঞ্জের নিয়ামতির নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর করে আসামি ছিনতাই ও অবৈধ কারেন্ট জাল দখলে রাখার অভিযোগে ওইদিনই রাজাপুর থানায় অর্ধশত জেলের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে, গত ২০ নভেম্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ঘুষগ্রহণ-দাবি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আদালতে জেলে আব্দুর মুন্নাফ খান একটি অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে আদালতের বিচারক আগামী ২৯ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

বাংলা‌দেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।