ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মান্দায় দুর্ঘটনায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মান্দায় দুর্ঘটনায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষার্থী নিহত

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার বড়পুই এলাকায় অটোরিকশার ধাক্কায় রোজিনা খাতুন (১২) নামে এক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের চককানু গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

সে চককানু মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুপুরে পরীক্ষা শেষে উপজেলার প্রসাদপুর রেবা আখতার আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল রোজিনা। পথে বড়পুই এলাকায় রোজিনার হাত থেকে পেন্সিল বক্স পড়ে যায়। অটোরিকশা থামিয়ে সে রাস্তা থেকে পেন্সিল বক্স তুলতে গেলে পেছন থেকে আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।