ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রাকচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
ভোলায় ট্রাকচাপায় কিশোর নিহত

ভোলা: ভোলা সদর উপজেলার ঘুইংঘারহাট এলাকায় ট্রাকচাপায় শাহিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।  

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বিকেলে শাহিন বাইসাইকেল নিয়ে ভোলা-চরপ্যাশন সড়কের ঘুইংঘারহাট এলাকা দিয়ে যাচ্ছিল।

এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় শাহিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।