ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে ২ মদ বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
কমলগঞ্জে ২ মদ বিক্রেতা আটক 

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে চোলাই মদসহ দুই মদ বিক্রেতাকে আটক করেছে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে মিরতিঙ্গা চা বাগান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের বাসিন্দা সুধু বাউড়ি (৩৯) ও গোপাল বাউরি (২৫)।

জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরতিঙ্গা চা বাগান থেকে অভিযান চালিয়ে ৪৯০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের আটক করা হয়।

আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।