ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জাটকা ধরায় ২ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে জাটকা ধরায় ২ জেলের জরিমানা লক্ষ্মীপুরে জাটকা ধরায় ২ জেলের জরিমানা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা ধরার দায়ে দুই জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন- ভোলার ইলিশা গ্রামের মো. নাছিরের ছেলে ফারুক (৪৮) ও একই গ্রামের মো. মজিবুরের ছেলে সাদেক (৪৮)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম বদরুদ্দোজা এ জরিমানা করেন।

জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনিল চন্দ্র ঘোষ বাংলানিউজকে জানান, ভোরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ উপজেলার মেঘনা নদীর মজুচৌধুরীর হাট এলাকায় অভিযান চালায়। এসময় ১০ মণ জাটকা, ৩টি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকাসহ চারজনকে আটক করেন।

এসময় আটকদের মধ্যে ফারুক ও সাদেক নামে দুইজনকে তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপর দুইজনের একজন প্রতিবন্ধী জাকির হোসেন (৩৪)। তিনি ভোলার দক্ষিণ রাজাপুর গ্রামের মানিক বেপারীর ছেলে। অন্যজন একই গ্রামের নান্নু মিয়ার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মো. মমিন (১২)। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।