ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চিকিৎসকরা তদবিরে পাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
চিকিৎসকরা তদবিরে পাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালিক। ফাইল ছবি

সংসদ ভবন থেকে: চিকিৎসকরা প্রভাবশালী ও তদবিরে পাকা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ওয়াকার্স পার্টির সংসদ সদস্য (এমপি) ইয়াসিন আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
 
প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, ডাক্তাররা প্রভাবশালী বলে তদবির করে অন্যত্র বদলি হয়ে যান।

অনেকে তদবির করে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণে নিতেও চলে যান।  
 
‘দেশে ডাক্তারের স্বল্পতা রয়েছে। যে কারণে অনেক হাসপাতালেই চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ডাক্তার দেওয়া সম্ভব হয় না। তবে যদি কোনো হাসপাতালে বিশেষ ডাক্তারের অভাব থাকে তাহলে অন্য হাসপাতাল থেকে নিয়ে হয় তো পূরণ করা যাবে। ’
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএম/এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।