ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন সাজা ঘোষণার ২ দিন পর কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
যাবজ্জীবন সাজা ঘোষণার ২ দিন পর কয়েদির মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়ার দুইদিন পর কারাগারে অসুস্থ হয়ে আব্দুস সালাম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কারাগারে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন তিনি। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

সালাম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী গ্রামের সস্থির মোড়লের ছেলে। মঙ্গলবার (২১ নভেম্বর) নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন তিনি।

নেত্রকোনার জেল সুপার আব্দুল কদ্দুস বাংলানিউজকে জানান, হত্যা মামলার আসামি সালাম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক লাভলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

*** নেত্রকোনায় হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।