ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজা জব্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর ৪৯ ব্যাটালিয়ন

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজাঁর একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি এই মাদকের চালান জব্দ করে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি বড় চালান পার হয়ে এ পাড়ে আসছে। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে রেখে পালিয়ে যায়।  

পরে বিজিবি সেখান থেকে ১ হাজার ১শ’ ৪০ বোতল ফেনসিডিল ও ২৮ কেজি গাঁজা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৫৪ হাজার টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ করা মাদকদ্রব বেনাপোল পোর্টথানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।