ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মুজিবচত্বর এলাকা থেকে মাসুম বিল্লাহ (১৯) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে কবি গোলাম মোস্তফা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।  

মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কবি গোলাম মোস্তফা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাসুম বিল্লাহ চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার আসামি। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।