ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ঘোড় দৌড়

মৌলভীবাজার: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়।

মোট ৮টি হিট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয় হৃদয় নামে ঘোড়া, দ্বিতীয় হয় পঙ্খিরাজ ও তৃতীয় হয় সুপারস্টার নামে ঘোড়া।

ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ফ্রিজ, এলইডি টিভি ও মাইক্রোওভেন পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।