ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগের পুরস্কার দেবে ‘মাফলার বীর’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগের পুরস্কার দেবে ‘মাফলার বীর’ লিটন ও শিহাবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-ছবি-বাংলানিউজ

রাজশাহী: আগামী ১৩ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হওয়া ‘রেইনবো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে’ শিশু বিভাগের শ্রেষ্ঠ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিবে মাফলার বীরখ্যাত লিটন ও শিহাব। এর ফলে ট্রেন রক্ষাকারী দুই শিশুর বীরত্বগাথা সম্পর্কে ৬৪টি দেশ জানতে পারবে। 

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ওই দুই শিশুর সঙ্গে দেখা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানান।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা থেকে রাতের ট্রেনে বাঘার আড়ানীতে পৌঁছার পর প্রতিমন্ত্রী সর্বপ্রথম দেখা করেন শিহাব ও লিটনের সঙ্গে।

সাহসী আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মাফলার উড়িয়ে ট্রেন থামানো দুই শিশুকে প্রতিমন্ত্রী লাল রঙয়ের একই রকম জ্যাকেট পরিয়ে দেন।

এ সময় তিনি উপস্থিত বুদ্ধির জন্য তাদের ধন্যবাদ জানান। এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) ট্রেন থামানোর খবর শুনে তিনি ওই দুই শিশুর আজীবন পড়ালেখার দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী উভয়ের বাব-মাকে বলেন, আপনাদের দুই শিশু দেশের সম্পদ রক্ষা করেছে। তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তাদের মনে যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয়। আমরা তাদের ভালো কাজের সফলতাস্বরূপ পরিচিত করতে চাই। এজন্য রেইনবো আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে শিশু বিভাগের শ্রেষ্ঠ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবে লিটন ও শিহাব।  

পরে দুপুরে প্রতিমন্ত্রী আড়ানী পৌরসভার ৬টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ঘোষণা করেন এবং আড়ানী ইউনিয়নের সাবেক সভাপতি (অসুস্থ) আজিজুর রহমানের সঙ্গে দেখা করেন।

এরপর তিনি পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন-আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, প্রকৌশলী সাইফুল ইসলাম। এছাড়া আড়ানী পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।