ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২০ পোশাক শ্রমিক আহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ২০ পোশাক শ্রমিক আহত  আহত পোশাক শ্রমিকরা

ঢাকা: পোশাক শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়া সময় চিটাগাং রোডে শ্রমিক বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২৫ নারী শ্রমিক আহত হয়েছেন। 

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে এ  দুর্ঘটনা ঘটে।   


আহতরা জানান, রাজধানীর রায়েরবাগ থেকে বাসটি নারী পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ইপিজেড এলাকায় যাচ্ছিলো।

চিটাগাং রোডে পৌঁছে মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  যায়। এতে ২৫ শ্রমিক আহত হন।  

আহতদের মধ্যে পারুল, শাহনাজ, সায়লা, হেনা, লাইজুসহ ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আহতরা জানান, বাসের মধ্যে প্রায় ৫০ জন নারী শ্রমিক ছিলেন।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ (এসআই) বাচ্চু ‍মিয়া।  

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এজেডএস/বিএস 

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।