ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বাসচাপায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ময়মনসিংহে বাসচাপায় পথচারী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় বাসচাপায় আছমা বেগম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আছমার বাড়ি ত্রিশাল উপজেলার হিন্দু পল্লি এলাকায়।

এ দুর্ঘটনায় আহত হাসিনা বেগমকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/অপারেশন) শাকের আহম্মেদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাস রং সাইড দিয়ে যাচ্ছিলো। এসময় বাসটি দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই আছমা মারা যান।  

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান শাকের আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।