ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৬ অধ্যাপকসহ আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৬ অধ্যাপকসহ আহত ১৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকবাহী একটি বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে নাটোর মহোরা ইসলামী ডিগ্রি কলেজের ছয় অধ্যাপক রয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ছয় অধ্যাপক হলেন- আলী হায়দার (৪৮), আনোয়ার হোসেন (৫৫), শফিকুল ইসলাম (৪৫), রেবেকা খাতুন (৪২), নাজমা বেগম (৪৮) ও আব্দুর রহমান (৪২)।

অপর আহতরা হলেন- শামীমা ফেরদৌস (৪০), রফিকুল ইসলাম (৫০), আফরোজা শিরীন (৪০), শিরীন ফেরদৌস (৩৪), প্রাপ্তি রহমান (৯), নাদিয়া আক্তার (১৮), তারিকুল ইসলাম (৪৩), দিলারা পারভীন (৪৫) ও শশী আক্তার (১৯)।

আহতদের মধ্যে নাজমা, শিরীন, আব্দুর রহমান ও রেবেকা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, নাটোরের বিভিন্ন এলাকা থেকে তারা ২১ ডিসেম্বর স্বপরিবারের সিলেট অঞ্চল ভ্রমণে আসেন। রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে শ্রীমঙ্গল শহরে ফিরছিলেন। গ্র্যান্ড সুলতান রিসোর্ট অতিক্রম করে রাস্তায় ট্রানিং নিতে গিয়ে তাদের বহনকারী বাস উল্টে যায়। এসময় গাড়িতে থাকা সবাই কমবেশি আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।