ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ভাই মাদকসহ আটক

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বদরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ভাই মাদকসহ আটক

রংপুর: রংপুরের বদরগঞ্জে ৮ নম্বর রামনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আশরাফুল ইসলাম মানিককে (৩২) মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার রামনাথপুর ইউপির ট্যক্সেরহাট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ পুড়িয়া হিরোইন জব্দ করা হয়।

মানিক খাগড়াবন্দ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মানিক দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

আটক আশরাফুল ইসলাম মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।