ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ডিসেম্বর ২৯, ২০১৭
না.গঞ্জে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রী ফেরদোসী বেগম সাবিহাকে (৩৪)  ধারালো অস্ত্রের আঘাতে খুন করার ঘটনায় সাবেক স্বামী নিজাম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১২টার দিকে উপজেলার নয়ামাটি এলাকায় সাবেক স্ত্রী সাবিহাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেন নিজাম।

আটক নিজাম উদ্দিন ফতুল্লার পাগলার নয়ামাটি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বিয়ের পর স্ত্রী ফেরদোসী বেগম সাবিহাকে স্বামী নিজাম উদ্দিন ৩ কাঠা জমি লিখে দেন। কিন্তু পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে নিজাম উদ্দিনের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়।  

আরও পড়ুন>>
** 
না.গঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ 

শুক্রবার ওই জমিজমা নিয়েই বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নিজাম উদ্দিন তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সাবিহাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিজামকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।