ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
অষ্টগ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ইম্পেরিয়াল ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করে দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস)।

এতে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির জ্যৈষ্ঠ ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। এছাড়াও উপস্থিত ছিলেন- দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. মো. শাহীন রেজা চৌধুরী, অষ্টগ্রাম রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তবা আরিফ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।