ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আতশবাজিতে নারায়ণগঞ্জে বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আতশবাজিতে নারায়ণগঞ্জে বর্ষবরণ

নারায়ণগঞ্জ: শহরজুড়ে চোখ জুড়ানো আতশবাজিতে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে নারায়ণগঞ্জবাসী। ২০১৭ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেই এ জমকালো আতশবাজির আয়োজন করা হয়।

সোমবার (০১ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহরের চাষাঢ়া ও ওসমানী স্টেডিয়ামের আনন্দ উল্লাসে মেতে ওঠেন নারায়ণগঞ্জবাসী।

এসময় আতশবাজি ফুটিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে নতুন বছরকে স্বাগত জানায় সব শ্রেণী-পেশার মানুষ।

এর আগে বিকেল কঠোর নিরাপত্তার মধ্যেই নতুন বছরকে বরণের আয়োজন সম্পন্ন করে নারায়ণগঞ্জবাসী।  

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সরফুদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ আনন্দ করবে এতে কোনো আপত্তি নেই। তবে নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্বে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।