ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নতুন বছরের প্রথম সূর্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৫, জানুয়ারি ১, ২০১৮
নতুন বছরের প্রথম সূর্য নতুন বছরের প্রথম সূর্য। ছবি: সুমন শেখ/বাংলানিউজ

ঢাকা: কালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর। পুরনো গ্লানিকে বিদায় জানিয়ে নতুনের বরণে বিশ্বজুড়ে ছিল নানা আয়োজন। নিজেদের মতো করে ২০১৮ সালকে স্বাগত জানিয়েছে বাঙালিও।

 

নববর্ষের প্রথম সূর্যকে নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন- 

প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নতুন
আবির্ভাবে
কে তুমি?
মেলেনি উত্তর।

বৎসর বৎসর চলে গেলো।


দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিম সাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়
কে তুমি?
পেলো না উত্তর।

নতুন সূর্য নিয়ে শুরু হবে নতুন স্বপ্ন দেখা।                                          ছবি: বাংলানিউজসোমবার (০১ জানুয়ারি) রাজধানী ঢাকায় সকাল ৬টা ৪১ মিনিটে সূর্য ওঠার কথা। কিন্তু কুয়াশার কারণে তার দেখা মেলে কিছুক্ষণ পরে।  শীতের ভোরে কুয়াশার চাদর ভেদ করে নতুন বছরের প্রথম সূর্যের উদয় ছোলমাইদ থেকে ক্যামরাবন্দি করেছেন সুমন শেখ।

অতীতের সব অকল্যাণকে পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা এই নতুন সূর্যের আলোয়। নতুন করে ভাবার, নতুন কিছু করার অনুপ্রেরণায় এগিয়ে যাবে মানুষ।  

অন্য সব বছরের মতো ২০১৮ সালেও দিন আসবে, দিন যাবে।  তবে এর মধ্য দিয়েই আসবে সফলতা। নতুন সূর্যকে অভিবাদন জানিয়েই শুরু হবে নতুনভাবে পথচলার।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।