ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৮ ঘর ৭ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ৮ ঘর ৭ দোকান

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আগুনে পুড়ে ৮ ঘর ও ৭ দোকান ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল।

এক পর্যায়ে ওই গ্যাসে আগুন লেগে মুহুত্বেই তা মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ৮ সেমিপাকা ঘর ও ৭ দোকানের আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেট অথবা বিদ্যুৎ থেকে ওই গ্যাসে আগুন লেগে যায়।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।