ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে শীতার্তদের কম্বল দিলেন ইউএনও-এসি ল্যান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
সৈয়দপুরে শীতার্তদের কম্বল দিলেন ইউএনও-এসি ল্যান্ড শীতার্ত ও ছিন্নমুল মানুষদের মাঝে কম্বল বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: রাত ১২টা। শীতার্ত ও ছিন্নমুল মানুষদের কম্বল জড়িয়ে দিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (০১ জানুয়ারি) গভীর রাতে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন তারা।

শীতে সৈয়দপুরের শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলওয়ে স্টেশনের ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

সরকারিভাবে কিছু কিছু শীতবস্ত্র বিতরণ করলেও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ খুব একটা চোখে পড়ছে না।

ইউএনও মো. বজলুর রশীদ জানান, সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র উপজেলার পাঁচটি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে। গভীর রাতে সরজমিন দেখে এসব শীতবস্ত্র বিতরণে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।