ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশাল কারাগারে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বরিশাল কারাগারে দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গফফার মল্লিক (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত গফফার মল্লিক (কয়েদি নং-২৯৯/এ) বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা এলাকার বাসিন্দা।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালের দিকে কারাগারের ভেতরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন গফফার মল্লিক।  

এ সময় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।