ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে শিশু সন্তানকে আছড়ে মারল বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
হরিণাকুন্ডুতে শিশু সন্তানকে আছড়ে মারল বাবা

ঝিনাইদহ: স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে লিথি (আড়াই বছর) নামে শিশু সন্তানকে আছড়ে মারল লিটন মণ্ডল নামে এক বাবা।

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, সকালে শ্রীপুর গ্রামের লিটন মণ্ডলের স্ত্রী সাদিয়া বেগম তার পকেট থেকে ৫০ টাকা নেন।

এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লিটন তার স্ত্রীর কোলে থাকা লিথিকে টেনে নিয়ে ঘরের মেঝেতে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে লিটন মণ্ডল।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।