ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহাদ নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর মার্কেটের মনার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

নিহত শিশু আহাদ রামগঞ্জের কাজিরখিল আখন্দ বাড়ির সায়েদ হোসেনের ছেলে।

সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো কর্মচারী।  

স্থানীয়রা জানান, আহাদ রাতে কাজ শেষে খাবার খেতে ওই হোটেলে আসে। এ সময় হোটেলের গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। হোটেলের ভেতরে থাকা অন্যরা বের হতে পারলেও আহাদ বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে সোহাগ হোসেন ও মানিকসহ ৪ জন আহত হন।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।