ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী-বাঘা মহাসড়কের বিমানবন্দর রোডের হাজির মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আফতাবুল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৩ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আফতাবুল ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুন হাট গোল চত্বর এলাকার আনসার মৃধা’র ছেলে।

এ ঘটনায় শাহিন হোসেন (২৮) নামে অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সামছুল আলম বাংলানিউজকে জানান, সকালে হাজির মোড়ের বটতলা এলাকায় একটি কাঠ বোঝাই ট্রলির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কায় লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী আফতাবুল ও শাহিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আফতাবুলের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঘাতক ট্রলির চালককে ধরতে পুলিশ তৎপর।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।