ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
কালীগঞ্জে সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে জিআর মামলায় তিন বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার তুষভাণ্ডার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজা আহমেদ বাংলানিউজকে জানান, ২০১২ সালে জিআর মামলায় তিন বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি আশরাফুল এতোদিন পালিয়ে ছিলেন। তিনি তুষভাণ্ডার এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান,  গ্রেফতারকৃত আশরাফুলকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।