ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোস্তাফা জব্বারকে বেসিস’র সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
মোস্তাফা জব্বারকে বেসিস’র সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসিস-এর সভাপতির পদ থেকে সরাসরি মন্ত্রী সভার সদস্য হওয়ায় মোস্তাফা জব্বারকে সংবর্ধনা দিয়ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কারওয়ান বাজার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রথম সভাপতি এ তৌহিদ বলেন, বেসিস-এর একজন নেতাকে দেশের মন্ত্রী বানানো হয়েছে।

এটা বোঝানো যাবেনা আমরা কি পেয়েছি, শেখ হাসিনা আমাদের কি দিয়েছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রাসেল টি আহমেদ, এসএম কামাল, হাবিবুল্লাহ এন করিম, সারওয়ার আলম, রফিকুল ইসলাম রাওলি, মাহবুব জামান, একেএম ফাহিম মাসরুর, শামীম আহসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।