ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভেজাল বিরোধী অভিযানের ভুয়া কর্মীকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
মাগুরায় ভেজাল বিরোধী অভিযানের ভুয়া কর্মীকে কারাদণ্ড ভুয়া কর্মী ইমরান শেখ

মাগুরা: মাগুরায় ভেজাল বিরোধী অভিযানের কর্মী পরিচয় দিয়ে প্রতারণার দায়ে ইমরান শেখ (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী এ দণ্ড দেন। ইমরান মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামের রফিক শেখের ছেলে।


  
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, দুপুরে ইমরান জেলা প্রশাসক আতিকুর রহমানের কাছে এসে একটি ভুয়া আইডিকার্ড ও তিনটি ম্যাগাজিন দেখিয়ে নিজেকে ভেজাল বিরোধী অভিযানের একজন সদস্য এবং জাতীয় ভেজাল বিরোধী ফাউন্ডেশন থেকে নিয়োগপ্রাপ্ত কর্মী হিসেবে পরিচয় দেন। এ সময় ইমরান জেলা প্রশাসকের কাছে মাগুরায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনার জন্য অনুমতি চান। পরে জেলা প্রশাসক তার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখতে পান সব ভুয়া। এ প্রতারণার দায়ে ইমরানকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সরকারি অফিসে এ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন বলে স্বীকার করেছেন ইমরান।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।