ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিনোদপুর চরের কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বিনোদপুর চরের কান্দি গ্রামের সাঈদ শেখ ও মান্নান মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে তোফাজ্জল ছৈয়াল (৪০), মাহবুব শেখ (৩৫), তাহাজ্জেল ছৈয়াল (৩৫), তাইজুল ইসলাম (৩২), সজিব মাদবর (১৭), আবু আলেম মাদবর (৬০), একাব্বর মাদবর (৭০), শাকিল ফকির (১৮), মোনাছ ফকির (৪৫), চানমিয়া মাদরব (৫০), জয়নাল খান (৬০), হারুন মাদবর (৫০), হামিদুল রহমান (২১) সেরজামাল মাদবর (৩২), সুজন মোল্যা (২৮), হান্নান মোল্যা (২৮), রেজাউল মাদবর (৩৫), আজিজুল খান (৩২), ছমেদ আকন (৩৫), নূর ইসলাম আকন (৭০) ও হালিম ছৈয়ালকে (৫৫) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের আটজনকে আটক করা হয়েছে। তারা পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।