ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে আক্কাস আলী (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের মক্কা হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে। আক্কাসের বাড়ি সৈয়দপুর পৌরসভায়।

তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের মক্কা হোটেলের কাছে রেলক্রসিং পার হচ্ছিলেন আক্কাস। এসময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ার ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।