ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দ্রুত বিচারে শিমুল হত্যা মামলা স্থানান্তরের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
দ্রুত বিচারে শিমুল হত্যা মামলা স্থানান্তরের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকালের সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমকালের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাবু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, ছাত্রলীগ নেতা শেখ কাজল, উপজেলা তাঁত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাজী শওকত,  বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আতাউ রহমান পিন্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জাফর লিটন, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন, আল-আমিন হোসেন, আবুল কাশেম প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, গত বছরের ০২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলাটি ১১ মাসেও বিচার কার্যক্রম শুরু না হওয়ায় সাংবাদিকদের মাঝে হতাশা নেমে এসেছে।

তাদের দাবি, একটি মহল আলোচিত এ মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।