ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা

ঢাকা: ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবেতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটের ৯ম দিন মঙ্গলবার (জানুয়ারি ০৯) সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন মহাসচিব মোখলেছুর রহমান।

এ সময় সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী, সিনিয়র-সহসভাপতি নজরুল ইসলাম হিরনসহ নন এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংগঠনের মহাসচিব বলেন, সারাদেশে ৮৫ হাজার ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ৩৪ বছর ধরে বেতন পান না। আমরা অমানবিক জীবন যাপন করছি। পূর্ব ঘোষণা অনুসারে ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি সকাল ১১টা পর‌্যন্ত অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছি। কিন্তু সরকার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এখন আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করছি।  

উপস্থিত শিক্ষকরা ঘোষণার সঙ্গে সঙ্গে দুই হাত তুলে সমর্থন জানান।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।