ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে কাজী, ঈমাম, আনসার-ভিডিপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্ট-এর সমন্বিত বাল্যবিয়ে প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মুজাহিদুল ইসলাম।

আইইসিএম প্রকল্পের প্রজেক্ট সম্বনয়কারী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া কর্মকর্তা মো. আদিল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা রুবাইয়া মনজুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন- বাল্যবিয়ে কারও একার পক্ষে বন্ধ করা সম্ভব  না। এর জন্য চাই জনসচেতনতা। বাংলাদেশের শতকরা ৬৬ শতাংশ মেয়ে বাল্যবিয়ের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে বাল্যবিয়ে বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।