ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে বাস ভাঙচুর-অগ্নিসংযোগ কারখানার সামনে শ্রমিকদের ভিড়। ছবি: বাংলানিউজ

গাজীপুর: সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজবে গাজীপুরে একটি বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী এলাকার শিববাড়ি-শিমুলতলী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মারিয়ালী এলাকার ফ্লমিঙ্গো ফ্যাশন লিমিটেডের কারখানার জুনিয়র প্যাকিংম্যান সুমি আক্তার (২৪) সকালে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কারখানায় যাচ্ছিলো।

এ সময় আরেকটি অটোরিকশা তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশা থেকে তিনি রাস্তায় পড়ে যায়। একপর্যায়ে একটি বাস তার পায়ের ওপর দিয়ে গেলে সে আহত হয়। গাজীপুরে বাস-অগ্নিসংযোগের পোড়া একাংশ।  ছবি:পরে তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

এদিকে সুমি মারা যাওয়ার গুজব কারখানায় ছড়িয়ে পড়ে। পরে দুপুরে ওই কারখানার শ্রমিকরা ও বহিরাগতরা শিববাড়ি-শিমুলতলী সড়কে নেমে তিনটি বাস ভাঙচুর এবং একটি বাসে অগ্নিসংযোগে করে। এ সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভবিক হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়।

শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুস সালাম মোল্লা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক আহতের বিষয়টি কারখানার কর্তৃপক্ষ পুলিশকে আগে জানায়নি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।