ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আখাউড়ায় দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেয়াল ধসে সোহান মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান ওই গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় আলমও আহত হয়েছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, সকালে শ্রমিক আলম তার ছেলেকে নিয়ে লৌহঘর গ্রামের শাহীন ভূঁইয়ার বাড়ির একটি পুরাতন দেয়াল ভাঙার কাজ করছিলেন। এসময় দেয়ালটি হঠাৎ ধসে গেলে তারা দু’জন চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।