ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলমাকান্দায় ইয়াবা-গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
কলমাকান্দায় ইয়াবা-গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক ইয়াবা-গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পৃথকস্থান থেকে ৭৫ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান। এর আগে দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার ছত্রংপুর গ্রামের মো. মমতাজ উদ্দিনের ছেলে ঝিনুক মিয়া (২৩) ও একই উপজেলার ঘোষপাড়া গ্রামের মো. কাছা মিয়ার ছেলে মো. আলমগীর (২১)।

ওসি একেএম মিজানুর রহমান জানান, দুপুরে উপজেলার ছত্রংপুর ও ঘোষপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৭৫ পিস ইয়াবাসহ আলমগীরকে ও ৪০০ গ্রাম গাঁজাসহ ঝিনুককে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।