ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন/ ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের ভবদহ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকীতে তিন দিনব্যাপী উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। 

আয়োজনের প্রথম দিন বুধবার (১০ জানুয়ারি) বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

 

খুলনা কর কমিশনার (আপীল) ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মাসুদুর রহমান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, মশিয়াহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।  

এর আগে, সকালে শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য।  

খুলনা কর কমিশনার (আপীল) ও শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায় বাংলানিউজকে বলেন, ছিয়ানব্বই অঞ্চলের (৯৬টি গ্রাম) ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার মহান ব্রত নিয়ে শতবর্ষ আগে ১৯১৮ সালের ১০ জানুয়ারি মণিরামপুর ও অভয়নগর উপজেলার মধ্যবর্তী স্থানে মশিয়াহাটী গ্রামের বিদ্যালয়টি মহাকালের পথ পরিক্রমায় পুষ্প-পল্লবে বিকশিত হয়েছে। ছিয়ানব্বই গ্রাম তথা দেশের শিক্ষা-সংস্কৃতির অন্যতম।

শতবর্ষী উদযাপনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। বিশেষ অতিথি থাকবেন, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার কে এম ওহিদুল আলম, খুলনা কর কমিশনার ইকবাল হোসেন, সোহাগ পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) জাহাঙ্গীর হোসেন মানিক।

এদিন সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা শিল্পীরা গ্রহণ করবেন।  
অনুষ্ঠানের শেষ দিন শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। এদিন সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারণ কবি অসীম সরকার গান পরিবেশন করবেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।