ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
বুড়িগঙ্গায় ট্রলার ডুবি, নিখোঁজ ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে দুদু মিয়া (৫৫) নামে এক কসাই নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৬টায় বক্তাবলী ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুদু মিয়া ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টায় ফতুল্লারের এপার থেকে বক্তাবলী ওপারের ঘাটে ১১ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি যাওয়ার পথে অপর একটি লঞ্চ মাঝ নদীতে ধাক্কা দেয়। এ সময় ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাঁতরে তীরে উঠলেও দুদু মিয়া ডুবে যায়।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিএডি মামুন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।