ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে, চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে, চালক নিহত দুর্ঘটনা কবলিত ভটভটি-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ঘন কুয়াশায় দেখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (থ্রি-হুইলার) খাদে পড়ে চালক নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

নিহত ভটভটি চালক কালু শেখ (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার পাহাড়পুর গ্রামের মুনসুর আলী শেখের ছেলে।  

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী জানান, ভোরে কালু ভটভটি বোঝাই মুরগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।

কিন্তু গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজারের সামনে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি নিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ সময় নিহত কালুর পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই কালুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কোনো মামলা না হলেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।