ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দিনভর আটক শতাধিক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রাজধানীতে দিনভর আটক শতাধিক

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে সহিংসতার চেষ্টা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দিনভর ব্যস্ত ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিভিন্ন বিশৃঙ্খলা এবং অপতৎপরতা চেষ্টার দায়ে দিনব্যাপী রাজধানীজুড়ে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সূত্র জানায়, গুলশান থেকে খালেদার গাড়িবহর আদালতে যাওয়ার পথে পথে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুরের পর মিছিল থেকেই অনেককে আটক করা হয়।

এছাড়া নাশকতার চেষ্টায় সন্দেহভাজন হিসেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রাজধানীজুড়ে দিনব্যাপী প্রায় একশ’র বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে জানান, রায় পরবর্তী সময়ে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি, সবকিছু স্বাভাবিক রয়েছে।

খালেদার গাড়িবহর থেকে পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাংচুর হয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় অনেককে আটক করার কথা বললেও এর নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি ডিসি মারুফ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
পিএম/এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।