ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পাসপোর্ট সেবা সপ্তাহে ৩০ লাখ টাকার রাজস্ব আয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
যশোরে পাসপোর্ট সেবা সপ্তাহে ৩০ লাখ টাকার রাজস্ব আয় যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ। ছবি: বাংলানিউজ

যশোর: 'পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ অঙ্গীকার' স্লোগানের মধ্যদিয়ে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ সমাপ্ত চলাকালে বিভিন্ন ধাপে ১ হাজার ২০৫ টি আবেদনপত্র জমা হয়েছে।

এতে সরকারি কোষাগারে ৩০ লাখ ৮৯ হাজার হাজার ১০০ টাকা রাজস্ব জমা হয়।

সেবা সপ্তাহ চলাকালে পাসপোর্ট অফিস কার্যালয়ে একই ছাতার নিচে বিভিন্ন সেবাদানের লক্ষে একাধিক বুথ বসিয়ে অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা জমা, অনলাইনে আবেদন পত্র পূরণ, পাসপোর্ট সংক্রান্ত সব তথ্যদান, ছবি তোলা, আবেদন জমা দেওয়াসহ বিভিন্ন সেবাদান করা হয়।

এছাড়াও আগত ব্যক্তিদের তৃষ্ণা মেটানোর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা, নারী-পুরুষের জন্য আলাদা কাউন্টার, প্রবীণ, মুক্তিযোদ্ধা ও হজ যাত্রীদের জন্য আলাদা কাউন্টার খোলা হয়। পাসপোর্ট অফিস চত্বর ফুলে ফুলে বর্ণিল সাজে সাজানো হয়, সন্ধ্যার পর থেকে শুরু হয় রঙিন আলোর ঝলকানি।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর যশোরের উপ পরিচালক জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ পরিচালক নাছির মাহমুদ গাজী, সিনিয়র জেল সুপার কামাল হোসেন, যবিপ্রবি'র উপ রেজিস্টার আমিনুল ইসলাম, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক জামাল হোসেন বাংলানিউজকে বলেন, পাসপোর্ট সেবা সপ্তাহের মতো অন্য দিনগুলোতেও বরাবরের মতো পাসপোর্ট প্রত্যাশীদের জন্য তার দপ্তর অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।