ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ৫০ কেজি গাঁজাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
আড়াইহাজারে ৫০ কেজি গাঁজাসহ আটক ৫ আটক পাঁচ মাদক বিক্রেতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৫০ কেজি গাঁজাভর্তি মাইক্রোবাসসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সিঙ্গারবিল এলাকার আবুল কাশেমের ছেলে রিয়ন মিয়া (২২), নওবাড়ি এলাকার মাসুদের ছেলে পারভেস (২০), আজমপুর এলাকার মৃত ছয়দুর রহমানের ছেলে আশিক (৩২), মধ্যপাড়ার মৃত জারু মিয়ার ছেলে মামুন (২৫), সরকারপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে বখতিয়ার সরকার (৪২)।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

 

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ওই পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত গাজার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।  

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।