ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে যুবক খুন

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় দুর্বৃত্তের মারপিট থেকে চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে কামরুল ইসলাম (৩২) নামে এক যুবক টেটাবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরআগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের গাছতলা বাজারে এ ঘটনা ঘটে।

কামরুল ওই গ্রামের জয়নুদ্দিনের ছেলে।

এদিকে, মারপিটের শিকার নিহত কামরুলের চাচাতো ভাই মাসুম মিয়াকে (১৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের আসাব আলীর ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহ্ নূর এ আলম বাংলানিউজকে বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছতলা বাজারে মাসুমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে মাসুমের চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার চাচাতো ভাই কামরুল। এসময় দুর্বৃত্তের হাতে কামরুল টেটাবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।