ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
স্ত্রী নির্যাতনের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রেজাউল করিম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে নীলফামারীর ডালিয়া রূপালি ব্যাংক থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রেজাউল উপজেলার পূর্ব সারডুবী গ্রামের ওসমান গণির ছেলে।

তিনি রূপালি বাংক নীলফামারীর ডালিয়া শাখার সহকারী কর্মকর্তা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বাংলানিউজকে জানান, হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের শাহাবুল ইসলামের মেয়ে শাহিনা আক্তারকে ২০১৬ সালের ৬ মে বিয়ে করেন রেজাউল করিম। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালায় রেজাউল ও তার পরিবার। চাকরির সুবাদে গাজিপুর থাকা অবস্থায় গত বছরের ৯ অক্টোবর নির্যাতনের বিচার চেয়ে গাজিপুর আদালতে একটি মামলা দায়ের করেন স্ত্রী শাহিনা আক্তার।

সেই মামলায় আদালত ব্যাংক কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রোববার দুপুরে আদালতের নির্দেশে নীলফামারী জেলা পুলিশের সহযোগিতায় রেজাউল করিমকে তার নিজ কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।