ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রুনি হত্যায় স্বপ্রণোদিত রুল চান সাংবাদিক নেতারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সাগর-রুনি হত্যায় স্বপ্রণোদিত রুল চান সাংবাদিক নেতারা সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছয় বছরে ৫৩ বার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বাড়ানোর ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ অনুরোধ জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ছয় বছরে কেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে। অন্য কোনো কারণ আছে কি? আমরা জানতে চাই। কেন তারা বারবার ব্যর্থতার তকমা নিচ্ছে?

তিনি বলেন, সাংবাদিক হত্যার বিচার হবে না এ কথা রাষ্ট্র, প্রশাসন প্রকাশ্যে বলুক- আমরা মেনে নেবো। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ধারাবাহিক কর্মসূচি ডিআরইউ পালন করবে। চাঞ্চল্যকর এই হত্যার কোনো ক্লু বের হচ্ছে না, এ থেকে প্রমাণ হয় প্রশাসন ব্যর্থ।

একই সমাবেশে ডিআরইউ-এর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, খুনিরা ধরা না পড়া পর্যন্ত এই আন্দোলন থেকে সাংবাদিকরা সরে আসবেন না। খুনি ধরা না পড়া পর্যন্ত আন্দোলন চলবে।

ডিআরইউ'র সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ বলেন, আমাদের বিশ্বাস এই হত্যাকাণ্ডের বিচার হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত প্রতিবেদন দেবে এটা আমাদের বিশ্বাস।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা এই হত্যার বিচারের দাবিতে কোনো কমিটি কিংবা ক্যাম্পিং কিছুই করিনি।

আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী বছর যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। সাংবাদিক দম্পতির ছেলে মেঘকে এখানে দাঁড় করিয়ে যেন বলতে পারি বিচার হয়েছে।

এ সময় ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মোরসালীন নোমানী, ইলিয়াস হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বিশেষ ট্রাইব্যুনাল করে এই সাংবাদিক দম্পতি হত্যার  বিচার দাবি করেন।

সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাব হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন সাংবাদিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএসি/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।