ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে রাজউকের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে রাজউকের মতবিনিময় কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে রাজউকের মতবিনিময়

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মতবিনিময় হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরানীগঞ্জ উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী একশন এরিয়া প্লান প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।

রাজউক’র পরিকল্পনা বিভাগের সদস্য যুগ্ম সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল ইমরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একশন এরিয়া প্লান বাস্তবায়ন হলে কেরানীগঞ্জের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন হবে। নিয়মতান্ত্রিকভাবে কেরানীগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।