ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি কালাইয়া গ্রাম থেকে নিখোঁজের পাঁচদিন পর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদী থেকে বেহেস্তি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পানগুছি নদীর সন্ন্যাসী নদীর লঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেহেস্তি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাইয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

সে কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল ছুটির পর বেহেস্তি বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এ ঘটনার পর বেহেস্তির মা ইন্দুরকানি থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার বেলা ১১টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর সন্যাসী লঞ্চঘাটের কাছে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর বেহেস্তির বাবা নজরুল ইসলাম মেয়ের মরদেহ শনাক্ত করেন।
 
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বেহেস্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।