ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল ভার্সিটির ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
বরিশাল ভার্সিটির ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারি মারামারির ঘটনায় হোটেল ভোজনবিলাসে ভাঙচুর

বরিশাল: বরিশাল নগরের রুপাতলী এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনা ঘটেছে। এসময় একটি খাবার হোটেলে ভাঙচুর চালানো হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মোটরসাইকেল ফেলে দেয়াকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত মন্ডল রনি নামে এক ববি ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতক্ষদর্শীরা জানান, বিকেল মোটরসাইকেল ফেলে দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে রুপাতলী এলাকার বাসিন্দা মামুন মোল্লার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের ১০-১৫ জন যুবক মোটরসাইকেলের মালিক মামুন মোল্লাকে মারধর করে এবং ভোজনবিলাস নামের একটি খাবার হোটেলে ভাঙচুর চালায়।  

পরে তারা সেখান থেকে সরে পরলে ববির ফিন্যান্স বিভাগের সীমান্ত মন্ডল রনি নামে এক ছাত্রকে ধরে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রনিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

আহত রনির সহপাঠীরা জানান, মোটরসাইকেলে হেলান দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারেক ও সীমান্ত মন্ডল রনির সঙ্গে রুপাতলী এলাকার স্থানীয় এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। পরে ওই ব্যক্তি রনিকে আটকে মারধর করে।  

এদিকে মামুন মোল্লার ভাই বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা বাংলানিউজকে জানান, কথা কাটাকাটি শেষে তার ভাই মামুন বিষয়টি সেখানেই সীমাবদ্ধ রেখে হোটেল ভোজনবিলাসের ঢুকে অতিথিদের নিয়ে খেতে বসেন।  

এর কিছু পরেই ২০-২৫ জন যুবক হোটেলের ভেতরে গিয়ে মামুনকে মারধর করে এবং হোটেলে ভাঙচুর চালায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১১, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।