ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিদ্যুৎবিহীন ৩৫ গ্রাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
গোপালগঞ্জে বিদ্যুৎবিহীন ৩৫ গ্রাম

সংসদ ভবন থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের ৩৫ গ্রাম আজও বিদ্যুৎবিহীন। এ গ্রামগুলো কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
 

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত আওয়ামী লীগের সংরক্ষিত সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা উদ্বাস্তু অধ্যুষিত কক্সবাজার জেলায় বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই।


 
নসরুল হামিদ জানান, গোপালগঞ্জ জেলায় পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে ৪ হাজার ৭৩৫ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে ৭৮৩টি গ্রাম পূর্ণাঙ্গভাবে এবং ৮৫টি গ্রাম আংশিকভাবে বিদ্যুতায়ন করা হয়েছে। জেলার ৯০৩ গ্রামের মধ্যে মাত্র ৩৫টি বিদ্যুৎবিহীন রয়েছে।  

মন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালিপাড়া ও সদর উপজেলায় এরইমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। কাশিয়ানী মার্চে ও মুকসুদপুর উপজেলায় জুন নাগাদ শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যায়।
 
জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য খোরশেদ আরা হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘কক্সবাজার জেলার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) আওতাধীন এলাকায় বর্তমানে পিক ও অফপিক আওয়ারে বিদ্যুতের চাহিদা যথাক্রমে ৫৯ ও ৩৬ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহের কোনো ঘাটতি নেই। এছাড়া জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন এলাকায় চাহিদা অনুযায়ী ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।  

আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের দুই মেয়াদে এ পর্যন্ত মোট ৮ হাজার ৮১৯ মেগাওয়াট ক্ষমতার ৮৮টি বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু রয়েছে। এছাড়াও নতুন নতুন তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, বর্তমানে মোট ১৩ হাজার ৮১৩ মেগাওয়াট ক্ষমতার ৪৫টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।  

প্রতিমন্ত্রী আরো বলেন, আরো ৪ হাজার ১৮০ মেগাওয়াট ক্ষমতার ১৯টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন। যে বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। মোট  ২০ হাজার ৫১৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন।

গাজীপুর ও রংপুর সিটি করপোরেশন পাবে মহানগর পুলিশ

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।