ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় মাদকসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
ভেড়ামারায় মাদকসহ দম্পতি আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ৪৩৪ বোতল ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-১২। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আটকরা হলেন- সেকেন্দার আলী (৫৫) ও তার স্ত্রী শাহানারা বেগম (৪৫)।

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার বারো দাগ এলাকায় অভিযান চালিয়ে ৪৩৪ বোতল ফেনসিডিলসহ সেকেন্দার আলী ও তার স্ত্রী শাহানা বেগমকে আটক করা হয়।
 
এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।